করোনার কারণে স্থগিত থাকা চট্টগ্রামের ২২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কমিশনের এক সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবির গণমাধ্যমে এই তথ্য জানান।
এইদিন চট্টগ্রামে জেলার সন্দ্বীপের ১৩টি ইউনিয়ন পরিষদ, কক্সবাজার জেলার ৯টি ইউনিয়ন পরিষদ, মহেশখালী ও চকরিয়া পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।
সন্দ্বীপের ইউপিগুলো হলো- হারামিয়া, মগধরা, বাউরিয়া, মাইটভাঙা, আমানউল্লাহ, সারিকাইত, আজিমপুর, রহমতপুর, মুছাপুর, সন্তোষপুর, হরিশপুর, গাছুয়া ও কালাপানিয়া।
ইসি সচিব মো. হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। করোনার কারণে আমরা এতোদিন নির্বাচন করতে পারিনি। এখন যেহেতেু সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্যবিধি বজায় রেখে নির্বাচন শেষ করবো।