মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা, চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি ইদ্রিস রেজবী (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৭ আগষ্ট) মাজার শরীফে মাগফেরাত ও রাফে দারাজাত কামনায় ১২১ খতমে কোরআন ও খতমে তাহলিল আদায় এবং কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
কর্মসুচিতে অংশগ্রহন করেন হুযুরের সাহেবজাদা শোয়াইব রেজা কাদেরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ ইসমাইল ,সহ-সভাপতি আজিম উদ্দিন জনি,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সালামত আলী,আমান উল্লাহ আমান, আহম্মদ সৈয়্যদ,আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন নেতা ওমর ফারুক, কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রসেনার সভাপতি কে.এম. আজাদ রানা,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রোমান,রবিউল হোসাইন সুন,শহিদুল ইসলাম মামুন,জয়নাল আবেদীন জাবেদ,এনামুল হক মুন্না,বোরহান উদ্দীন,কাজী কায়েছ উদ্দীন সহ বিভিন্ন উপজেলার অর্ধশত সেনা কর্মি।