চট্টগ্রামে প্রসিদ্ধ পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের ও সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার(৯মার্চ)বিকালে চট্টগ্রামের পার্কভিউ বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানাজার এডমিন জিয়াউর রহমান শরীফ ও সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম এর সভাপতি ডাক্তার আবুল ফজল,সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠন এর পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।
এ চুক্তির মাধ্যমে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম এর সকল কর্মকর্তা ও সদস্যরা পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের এর বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম এর সহ সভাপতি নুর মোহাম্মদ বাহাদুর,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুসলেহ উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক কাঞ্চন সরকার, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আতিকুল রহমান, নির্বাহী সদস্য কাজী এ.এম.মমতাজুল ইসলাম, সাকিল আহমেদ, জীবন সদস্য নুরজাহান শেলীসহ পার্কভিউ হাসপাতালে অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।