![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000097340-1024x448.jpg)
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় সামাজিক, সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আলহাজ্ব জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশনের উদ্যোগ প্রথমবারের মতো দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাতে চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ইউপি সদস্য আলমগীর চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী, উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইলিয়াছ তালুকদার,প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000096831-1024x576.jpg)
মোহাম্মদ মুফিজ চৌধুরীর সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াকুব আলী মনি, বিশিষ্ট সমাজ সেবক রহমতুল্লাহ শাহীন,বিশিষ্ট সমাজসেবক প্রবাসী এমরান হোসেন বুলু, মো. মাসুদ, মনোয়ার চৌধুরী, মফিজুর রহমান, ফয়সাল চৌধুরী, বাবু সুশীল সেন, জসিম উদ্দিন, আলমগীর চৌধুরী, হারুন চৌধুরী, ফিরোজ তালুকদার, আব্দুস সোবহান,সেলু চৌধুরী, দিদারুল আলম দিদার, নাছির উদ্দীন,পলাশ দাশ, ডাক্তার গৌরপদ দাশ,দবির তালুকদার,ওসমান গনি, আলম শাহ, ইমরান, এরশাদ, আবু তালেব,ইমন দাশ, গফ্ফার, জাকের,আরিফ,আতিক,কাওছার, ইমতিয়াজ, ইফতিখার, নাছির,বিশিষ্ট ফুটবলার মোহাম্মদ সাঈদসহ অন্যান্নরা। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানাস আপ ট্রফি তুলে দেন অতিথিরা।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000096948-1024x576.jpg)
ফুটবল রেফারি হেলাল উদ্দিন এর পরিচালনায় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পাঠান পাড়া ফুটবল একাদশ বনাম সুফি পাড়া ফুটবল একাদশ। প্রথম ও দ্বিতীয়ার্ধে গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়াই, ট্রাইব্রেকারে সুফি পাড়া ফুটবল একাদশকে ৩- ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাঠান পাড়া ফুটবল একাদশ।