চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় উত্তর পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি,পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসার দাতা, আছিয়া খাতুন ফোরকানিয়া মাদরাসা ও ডা. হাফেজুর রহমান ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও দানবীর চিকিৎসক ডা. হাফেজুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৭ নভেম্বর সকালে আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতন এর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শওকত আলী নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক কাজী খায়রুল হক,প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. কামাল উদ্দিন।
অধ্যক্ষ কাজী আবুল কাশেমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাদার্স অর্কিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন,সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, নুরুল আলম, পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের সেক্রেটারি মাওলানা আবছার উদ্দিন, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমন কান্তি দাশ, সাবেক ইউপি সদস্য আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী এহতেশাম উদ্দিন,মাস্টার মনোরঞ্জন বড়ুয়া, জাফর উল্লাহ, সামশুল আলম চৌধুরী প্রমুখ। শোকাঞ্জলী পাঠ করেন শারমিন আক্তার, মরহুমের জীবনী পাঠ করেন জিন্নাতুন ফেরদৌস।
সভায় বক্তারা বলেন,শিক্ষা চিকিৎসা সমাজসেবাসহ বহুগুণে গুণান্বিত প্রচারবিমুখ সমাজসেবী ছিলেন ডা. হাফেজুর রহমান। গুনেধরা সমাজব্যবস্থার পরিবর্তনে তিনি তরুণ প্রজন্মের কাছে হতে পারেন আলোকবর্তিকা। পরে মিলাদ শেষে মরহুমের রূহের মাগফিরাত ও বিশ্ব মুসলিমের সুখ সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ আবদুল হামীদ নঈমী।