

দেশের সম্ভাবনাময়ী যুব ও তারুণ্যের কর্মোদ্যমতা ও সৃজনশীলতা -কে কাজে লাগিয়ে দেশের সমৃদ্ধি-অগ্রগতি নিশ্চিত করা,যুব সমাজকে মাদকমুক্ত আকাশ সংস্কৃতি ও সাইবার ক্রাইম থেকে ফিরিয়ে এনে আদর্শিকভাবে উজ্জীবিত করার আহ্বান জানান প্রধান অতিথি মাওলানা কোরবান আলী নূরী।
তিনি আরো বলেন,হিজরি সনকে ঘিরে ইসলামী তাহজিব তমদ্দুন কৃষ্টি সংস্কৃতি পালিত হয়ে আসছে। মুসলমানদের প্রাত্যহিক জীবন ধারার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে হিজরি সন। যুব ও তরুণ সমাজকে আদর্শিকভাবে সমৃদ্ধ করতে এবং গৌরবময় ইসলামী কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে হবে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাটস্থ হোসনাবাদ ইউনিয়ন পরিষদ ময়দানে হিজরি নববর্ষ ১৪৪৬-কে বরণ করা হয়েছে। সেই সঙ্গে বিগত দিনের গ্লানি অপ্রাপ্তি হতাশা ঝেড়ে মুছে নতুন স্বপ্ন ও নতুন অঙ্গীকারে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে হিজরি বিদায়ী বছর ১৪৪৫-কে বিদায় জানানো হয়েছে। এছাড়াও বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানে চলমান শিয়াদের অপতৎপরতা রোধে সচেতনতা ও অবিলম্বে ফিলিস্তিন,ইসরাইল যুদ্ধ বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
হিজরি নববর্ষ উদযাপন পরিষদ, মোগলের হাট শাখার আয়োজনে শনিবার (১৩ জুলাই) বিকালে হিজরি বর্ষ বরণ উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। হামদ, নাতে রাসুল (দ.), গজল, দেশাত্মবোধক গান, মাইজভাণ্ডারী সংগীত সহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে হিজরি নতুন বছরকে বরণ করে নেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী নূরী,স্বাগত বক্তব্য রাখেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ, মোগলের হাট শাখার প্রধান সমন্বয়ক মাওলানা মিজানুর রহমান ক্বাদেরী।
উপকমিটি সমন্বয়ক ইয়াছিন আরাফাত সচিব তৌসিফ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল আরকাম চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা আব্দুর রহিম ক্বাদেরী,মোগলের হাট আন-নূর ট্রাভেলস এর সি,ইউ মোজাহেদুল ইসলাম,গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের দায়িত্বশীল মুজিবুর রহমান,কাজী মুহাম্মদ আইয়ুব,ছালেহ আহমদ সওদাগর,রাঙ্গুনিয়া উত্তরের যুবসেনা ও ছাত্রসেনা দায়িত্বশীল যুবনেতা জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন,, ছাত্রনেতা জয়নাল আবেদীন, মুহাম্মদ জমির উদ্দিন, ওমান আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের দায়িত্বশীল ইউসুফ মাতব্বর,মোগলের হাট হোসাইনী কাফেলার সভাপতি শফিউল আলম, মোগলের হাট বাজার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম (মেম্বার) প্রমুখ।
অনুষ্ঠানের শেষে আলহাজ্ব ছালেহ সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিনসহ দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত মানবতার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।