মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বিষয়ক মাদরাসা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জমিয়েতুল মোদারেসীন রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট)সকালে জামেয়া নঈমিয়া তৈয়্যবীয়া ফাযিল মাদরাসার হল রুমে সংগঠনের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী,চন্দ্রঘোনা তৈয়বীয়া ফাযিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর,জামেয়া নঈমিয়া তৈয়্যবীয়া ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইনসহ উপজেলাধীন দাখিল, আলিম,ফাযিল ও কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ বৃন্দ।
জমিয়তে মুদারেসীনের নেতৃবৃন্দ নুর মোহাম্মদ ও নাছেরুল ইসলাম যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজান সুমন শর্মা।