অবশেষে দীর্ঘ দুই মাসের অপেক্ষা শেষে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা চট্টগ্রামে ১ লাখ ৫ হাজার মানুষ টিকা পেতে যাচ্ছে। যাদের দীর্ঘ দুই মাস আগে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা দেয়া হয়। এসব ব্যক্তিদের আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা এসেছে চট্টগ্রামে।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে একটি নির্দেশনা এসেছে। প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।আগামী সপ্তাহের যে কোন দিন থেকে যারা দ্বিতীয় ডোজের টিকা পায়নি, তাদের পৃথকভাবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হবে। চট্টগ্রামে এ সংখ্যা ১ লাখ ৫ হাজারের বেশি। এক সাথেই সমপরিমাণ টিকাও পাঠানো হবে। যা এই সপ্তাহে আসবে।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি থেকে গণহারে দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। তাতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সেরাম ইনস্টিটিউট থেকে আমদানি করা হয়। কিন্তু গত মার্চ মাসের শেষ দিকে সেরামের টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে বাংলাদেশে টিকা পাওয়া অনিশ্চয়তা দেখা দেয়। যার প্রভাব পড়ে চট্টগ্রামেও। টিকার সংকট দেখা দেয়ায় গত ২৭ এপ্রিল থেকে প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ রাখা হয়।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, পূর্বে বাদ পড়া দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের জন্য অপেক্ষামান গ্রহীতাদের দ্বিতীয় ডোজ হিসেবে এটি প্রয়োগ করা হবে। প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজের এসএমএস পেয়েছেন কিন্তু ভ্যাকসিন গ্রহণ করেন নাই, তাদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। তবে যাদের এখন পর্যন্ত এসএমএস আসেনি, তাদেরও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে ভ্যাকসিন গ্রহণের তারিখ