মুহাম্মদ দেলোয়ার হোসাইন;; আত্ম মানবতাও ক্রীড়া সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ উদ্যোগে আয়োজিত দুবাই,কাতার ও ওমান ত্রিদেশীয় ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। মঙ্গলবার (১১ জুন )রাতে সংযুক্ত আরব আমিরাতে শারজা আল হুদাইবিয়া রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে এসব জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে।
টুর্নামেন্টে ২২ টি দল অংশগ্রহণ করবে। ঈদের পরের দিন বুধবার দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দুবাই,কাতার ও ওমানের চারটি মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সহ সভাপতি ওসমান গনি, প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শারজার বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়সাল,উদ্বোধক ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসের।
সংগঠন এর সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, মো. ফয়েজ মো. জসিম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শফিউল আলম,সদস্য সচিব এস. এম. আব্দুল মাবুদ,সদস্য কামাল উদ্দিন,সৈয়দ মো. আজিম উদ্দিন,মো. মুরাদ,মো. ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মো. ইকবাল, মো. সেলিম প্রমূখ।