দুবাইয়ে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাত শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুলাই) রাতে দেরা দুবাই চৌদ্দগ্রাম রেস্টুরেন্ট ও ব্রেকফাস্ট রেস্টুরেন্টে যৌথভাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া প্রবাসী সমিতির সভাপতি বিশিষ্ট দানবীর এ রহমান গ্রুপে চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলীর সভাপতিত্বে সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই আ'লীগের নবনির্বাচিত সভাপতি শাহিন আহমেদ তালুকদার।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় দুবাই আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব জীবন কিবরিয়া,আমিনুল হক আমিন,শামশুল আলম,আতিকুর রহমান, রফিকুল ইসলাম শিমুল,আবু চৌধুরী,ইলিয়াস,শাহ আলম,বখতিয়ার মেম্বার,রিজুয়ান চৌধুরী, মোঃ আলমগীর, এস এম এরশাদ,মোঃ আযুব,মোঃ ফারুক, মোঃ আজাদ,আব্দুল্লাহ,মোঃ নুরুল আমিন, ইউছুপ, নাঈম উদ্দিন,ফারুক সিকদার, মিলন, ইসমাঈল হোসেন, খোকন চৌধুরী,নাছির উদ্দিন সাঈদ,আবু জাহেদ, তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দরা রাঙ্গুনিয়ার অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রতি প্রদান করেন এবং সাংগঠনিক উন্নয়নের জন্য সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান।