চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় উৎসব মুখর ও হাজারো দর্শক এর উপস্থিতিতে বাফুফে ওয়ান স্টার সনদ প্রাপ্ত ক্রীড়া সংগঠন শেখ রাসেল ফুটবল একাডেমির আয়োজনে প্রথমবারের মতো শেখ রাসেল কাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় দৃষ্টিনন্দিত ও সুন্দর খেলা খেলে ফাইনালে উঠেছে উল্কা সংঘ।
মঙ্গলবার (৫সেপ্টম্বর)বিকালে পোমরা উচ্চ বিদ্যালয় এর খেলাার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য খেলায় এ জয় অর্জন করেন উল্কা সংঘ।
ফুটবল টুর্ণামেন্টের পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী নঈমী সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক দৈনিক আজাদী পত্রিকার রিপোর্টার চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান রুশাই, উদ্বোধক ছিলেন জাতীয় দলের খেলোয়াড় শাখাওয়াত রনি,সংবর্ধীয় অতিথি রাঙ্গুনিয়ার সাবেক কৃর্তি খেলোয়াড় বদিউল আলম মাস্টার,স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল ফুটবল একাডেমি রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির একান্ত সহকারী আলহাজ্ব এমরুল করিম রাশেদ।
খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক এর সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম,পৌরসভার কাউন্সিল নুরুল আবছার জসিম, জোনায়েদ আলম চৌধুরী, শেখ রাসেল ফুটবল একাডেমির সহ সভাপতি আলহাজ্ব এম.এ বাবুল, রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগ এর সহ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীশাহ, পোমরা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, সদস্য রফিকুল ইসলাম, পোমরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মমতাজ মিয়া,তাতীলীগের সভাপতি আবু জাফর মেম্বার, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম,পোমরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসিফুর করিম সাব্বু, সরফভাটা ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক জামাল উদ্দীন,শেখ রাসেল ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আবদুল ছবুর,সাবেক ফুটবলার আবদুল মান্নান,মুহাম্মদ সেলিম, সাংবাদিক দেলোয়ার হোসাইন প্রমুখ।
ফুটবলার মঞ্জুর হাসান ও আবদুল্লাহ আল মামুন এর উপস্থাপনায় প্রধান রেফারি সাবেক ফিফার রেফারি নয়ন চৌধুরী, সহকারী রেফারি রতন কুমার গুপ্ত দাশ ও নাছির চৌধুরী পরিচালনায় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন অলস্টার স্পোর্টিং ক্লাব ও উল্কা সংঘ।
খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে মধ্যে দিয়ে দুই দলের খেলা উপভোগ করেন দর্শক, খেলার প্রথমার্ধে উল্কা সংঘের খেলোয়াড় সাজাদ এর গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধেও মাঝখানে সাজ্জাদ এর আরেকটি গোলে এগিয়ে যায় উল্কা সংঘ, পরে পেলান্তিকে আরমান সাদিক এর গোলে ২-১ গোলে থাকলে পরে শেষের দিকে হাসান গোল দিলে ৩-১ গোলে মাঠ ছাড়ে উল্কা সংঘ।
সুন্দর খেলা উপহার দিয়ে ম্যাচ সেরা উল্কা সংঘের সেরা খেলোয়াড় সাজ্জাদ হোসেনকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।