চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে অসহায় ও দুস্থ প্রায় তিনহাজার পরিবারের মাঝে প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন সরফভাটা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের পরিবার।
বুধবার (৩ এপ্রিল)বিকালে সরফভাটা ইত্যাদি চত্বরে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে তারুণ্যের পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইউনুচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব এরশাদ মাহমুদ,উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার,প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান।
তারুণ্যের পরিবারের সদস্য আরফাতুল ইসলাম ও আতিক আসলাম আরকান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান,রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবত্তী,সরফভাটা ইউনিয়ন আ'লীগের সভাপতি মাস্টার আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ও ইউনিয়ন আওয়ামীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ তারুণ্যের পরিবারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন অতিথিরা।