একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগঠক আধ্যাত্বিক ব্যাক্তিত্ব পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক কুতুবে জমান হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) কর্তৃক তাহার পিতা চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নামে প্রতিষ্ঠিত অরাজনৈতিক আধ্যাত্বিক ও মানবতাবাদী সেবা সংগঠন বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা বর্ণাঢ্য আয়োজনে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার মিলনায়তনে ২ আগষ্ঠ,২০২৪ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়া কেন্দ্রিয় পরিষদের সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বলেন বলেন -দেশ ,জাতি,মানবতার কল্্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে ও দরবার এ বেতাগী আস্তানা শরীফ অসাধারন ভাবে ভূমিকা পালন করে আসছে। বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ২১ টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে যাহা এ অঞ্চলে প্রাতিষ্ঠনিক শিক্ষা বিস্তার ও মানবতার কল্যানে কাজ করছে । পাশাপাশি তিনি আজকের আয়োজনের জন্য সকলেেক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার উপদেষ্ঠা আহমদ সাঈদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম সিকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরীবেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম মহানগর সভাপতি গাজী মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম শাহ । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন মুহাম্মদ বোরহান উদ্দিনের এবং নাত এ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ হাসান মুরাদ ও মুরশেদুল হক । বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার সাধারণ সম্পাদক মাস্টার মো. এহসানুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার নব নির্বাচিত সভাপতি মাস্টার মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইফু। এ ছাড়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জিয়াউদ্দিন আহমেদ বাবর, উপদেষ্টা ইয়াসিন ফারুক, কেন্দ্রিয় সদস্য মাওলানা আরিফুর হমান রাশেদ, মাওলানা আবদুন নুর । এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন উপস্থিত ছিলেন – হাজী রফিক আহমদ, নূর মোহাম্মদ, মো. ইদ্রিস, মো. হাবিবুল্লাহ, মমতাজুল হক তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, নজরুল ইসলাম চৌধুরী, হামিদুর রহমান, মাহবুব আলম, মনছুর আলম, কুতুব উদ্দিন, মোহাম্মদ সোলায়মান, আবুল কালাম, জিল্লুর রহমান সহ বেতাগি এলাকার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শেষে প্রধান অতিথি ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এবংং শপথ বাক্য পাঠ করান। এর পর মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয় । দেশ জাতি ও মানবতার কল্যাণে হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।