

চট্টগ্রামে রাঙ্গুনিয়ার পোমরা তিতাগাজী পাড়া জামে মসজিদ, মাদ্রাসা ও সমাজ পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে ফিলিস্তিনের মানুষের ওপর ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞ,মানবাধিকার লঙ্ঘন ও ভারতে মুসলিম ওয়াকফ আইন-১৯২৩ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৮ এপ্রিল)বাদে জুমা তিতাগাজী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি পোমরা শান্তিরহাট বাজারে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।কর্মসূচিতে তিতাগাজী পাড়ার সর্বস্থরের জনগণ যোগ দেন। এসময় তারা বিভিম্ন শ্লোগানে ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েলের মানবতা রিরোধী অপরাধ রুখে দেওয়ার আহবান জানান।

তিতাগাজী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও তিতাগাজী গাউছিয়া যুব ফোরামের সভাপতি মুহাম্মদ সোহেল এর সঞ্চালনায় সভায় উদ্বোধকের বক্তব্য দেন তিতাগাজী পাড়া মসজিদ পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি হাজী আবদুল হামিদ,প্রধান বক্তা ছিলেন তিতাগাজী পাড়া জামে মসজিদ,মাদ্রাসা ও সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিশেষ বক্তা ছিলেন এম মালেকুজ্জামান জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা হুমায়ুন কবির,মাওলানা লোকমান হোসেন প্রমূখ।

এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন হারুন খাঁন,মুহাম্মদ ইসমাইল,হাজী বাদশা মিয়া,মমতাজ আলী, দিলু মিয়া,নাছির উদ্দীন,মুহাম্মদ ইব্রাহিম খলিল, মাস্টার খোরশেদ আলম,পোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদ রানাসহ রাজনৈতিক ব্যক্তি আবদুল সামাদ সওদাগর,মুহাম্মদ আবছার, মোহাম্মদ সুলতান,কাজী দুলাল,সফিকুর রহমান, মোহাম্মদ আনোয়ারসহ শামসুল আলম, মুহাম্মদ বাদশা,এমদাদ হোসেন বাবলু, মো.আশিক, মো.মানিক, জাহেদ খাঁন, মুহাম্মদ জসিম, জিল্লু রহমান সাইফুসহ তিতাগাজী পাড়া জামে মসজিদ, মাদ্রাসা, সমাজ পরিচালনা কমিটি ও এলাকাবাসীসহ তিতাগাজী পাড়া গাউছিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন,‘গাজায় যারা আছে,তাদের মাতৃভূমি থেকে সরিয়ে দিয়ে একটা জায়গায় আবদ্ধ করে ফেলছে। আর এখন ওখানে যে নির্যাতন চলছে, তা যুদ্ধ না, এটা ষড়যন্ত্র। ঘৃণ্য ষড়ষন্ত্র। সেখান থেকে মুসলিমদের সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এখানে যে জুলুম হচ্ছে। এ জাতীয় ষড়যন্ত্রকে আমরা জঘণ্যভাবে ঘৃণা করছি।