রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্রীড়া বান্ধব। দেশের ক্রীড়াঙ্গনের জন্য জননেত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কারণেই আজ ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে এবং বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্রীড়া বান্ধব বলেই বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো জাতীয় টুর্নামেন্টের আয়োজন আজ উপজেলা পর্যায়েও আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের যুব সমাজ বাজে নেশা থেকে যেমন বাঁচতে পারবে, তেমনি খেলাধুলা খেলে নিজের শরীর মন ঠিক রাখতে পারবে। সর্বোপরি আমাদের সন্তানেরা যাতে ক্রীড়াক্ষেত্রে নিজেদের মেলে ধরে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখতে পারে সেই লক্ষ্য নিয়েই কাজ করছে আমাদের সরকার।”
বৃহস্পতিবার (২৬ মে) বিকালে রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গুনিয়া পৌরসভা ফুটবল একাদশ। তারা ১-০ গোলে স্বনির্ভর রাঙ্গুনিয়া ফুটবল দলকে হারিয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান, উত্তরজেলা আওয়ামীলীগ সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, শফিউল আলম, পৌর কাউন্সিলর জালাল উদ্দীন, নুরুল আবছার জসিম, মাস্টার অলি আহাম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, সাবেক ছাত্রনেতা মো. ওবাইদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক জগলুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, পিপলু বড়ুয়া, আলী আকবর, বিষু বড়ুয়া প্রমুখ।