মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে করোনা মহামারিতে খেটে খাওয়া ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ আগষ্ট) বিকালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় পাঁচশো অসহায়ের মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. সাঈদ মাহমুদ রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রীর ছোট ভাই এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ,উদ্বোধক ছিলেন উপজেলা আ'লীগের উপদেষ্টা আলহাজ্ব জহির আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিল্কী,পৌরসভা আ'লীগের সভাপতি মাস্টার আবদুর রউফ, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সদস্য শফিউল আলম, পোমরা ইউনিয়ন আ'লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সহ সভাপতি আহমদ আলী নঈমী,সাংগঠনিক সম্পাদক আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক মাস্টার মুসলিম উদ্দিন, সরফভাটা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মুফিজুর রহমান খান প্রমুখ।
শেষে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় লাইনে দাঁড়িয়ে দুপুরের খাবার সংগ্রহ করেছেন খালেদ মাহমুদসহ দলীয় নেতৃবৃন্দ। পরে সবাই মিলে একত্রে তা গ্রহণ করেন।
এদিকে লকডাউনের শুরু থেকে প্রতিদিন তথ্যমন্ত্রীর চট্টগ্রাম নগরীর বাসায় তৈরি করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, রিকশাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। এর অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় এই খাবার বিতরণ করা হচ্ছে বলে আয়োজকরা জানান।