মুহাম্মদ দেলোয়ার হোসাইন।। বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহি প্রাচীনতম সামাজিক,সাংস্কৃতিক,সেচ্ছাসেবী ও ত্রীড়া সংগঠন উল্কা সংঘ।
শনিবার(১৪জানুয়ারি)রাতে উল্কা সংঘের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানমেলার আয়োজন করা হয়।
উল্কা সংঘের সভাপতি শফিউল আলম মাস্টার এর সভাপতিত্বে ও সম্পাদক মুফিজুর হকের সঞ্চালনায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুভ উদ্বোধন করেন বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর মো. শফিউল আলম।
উল্কা সংঘের নেতৃবৃন্দ,স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কালু ফকির,ইউপি সদস্য রফিকুল ইসলাম তালুকদার, ইউপি সদস্য সাইদুল আলম, ইউপি সদস্য রেজাউল করিম,ইউপি সদস্য সুফিয়া আকতারসহ আবু জাফর মাস্টার,জামে আলম জাফর,কাজী রাশেদ, আবুল কালাম আজাদ,প্রবাসী মাসুদ করিম সুমন প্রমূখ।