মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে করোনায় আক্রান্ত রোগী সহায়তার জন্য হেল্প সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার এ হেল্প সেন্টার শুভ উদ্বোধন করেন।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খোন্দকার,সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম।
উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শওকত আলী তালুকদার, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম খোকন,গাজী আইয়ুব,উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আব্দুস সালাম মেম্বার, মাহবুব তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সিকদার,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন,বিএনপি নেতা বক্কর মেম্বার, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল চেয়ারম্যান, ইসমাঈল মেম্বার, আকতার হোসেন, নাসের, উপজেলা যুবদলের আহবায়ক সেখান্দর আলী, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক জসিম উদ্দিন,উত্তর জেলা সেচ্চাসেবক দলের সহসভাপতি নুরুল আলম,দিদারুল আলম,সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর চৌধুরী,মিজানুর রহমান, আবছার, মোঃ মনি, এরশাদ, ইলিয়াস কাঞ্চন,উত্তর জেলা ছাত্রদল নেতা আলী নুর তালুকদার মনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর জুবাইদুল ইসলাম রনি,পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার,উত্তর জেলা ছাত্রদল নেতা মাসুদ, ইমরান,রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাইয়ুম, সালাউদ্দিন কাদের,আলমগীর, ইসমাইল, হাসনাত প্রমুখ।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী বলেন, দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের রাঙ্গুনিয়ার অভিভাবক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার এর নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় এ ফ্রী অক্সিজেন সেবা ও জরুরি ঔষধ সরবরাহ সেবা চালু করা হয়েছে, যে কোন সময়ে অসহায় করোনা রোগীর সেবায় নিয়োজিত থাকবে বা সেবা পৌছে দিবে বলে জানানো হয়।