

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রকাশনা সম্পাদক, আলোকিত রাঙ্গুনিয়া।
বিপুল আনন্দ ও উৎসব মুখর পরিবেশে স্বনির্ভর রাঙ্গুনিয়ায় ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার বিকালে বিরাজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব নুর উল্লাহ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তরজেলা আ’লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম.এ সালাম।

বাবু নির্বানীতোষ ভাস্কর এর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার, প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার,পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য বেদারুল আলম বেদার,আকতার হোসেন খাঁন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম চৌধুরী,চট্টগ্রাম সমিতির সহ সভাপতি গিয়াস উদ্দিন খাঁন স্বপন প্রমুখ।

সম্মেলনে আরো বিশেষ অতিথি ছিলেন, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান সরফী,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসাইন মিল্টন,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ,দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, যুবলীগের সভাপতি আরজু সিকদার,সাধারণ সম্পাদক ইউনুস,সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ,সাধারণ সম্পাদক দিদারুল আলম,তাঁতীলীগের সভাপতি মোর্শেদ তালুকদার, ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু,সাধারণ সম্পাদক আলীশাহসহ চট্টগ্রাম উত্তরজেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের শুরুতে মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি – সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা । এসময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের শুরু করা হয়।
