মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
বিপুল উৎসাহ ও উদ্দীপনায় রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধায় উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান বাস স্টেশন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উত্তরজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ্, উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিচ আজগর চেয়ারম্যান, উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, সদস্য আবুল কালাম আজাদ,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখর বিশ্বাস, সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন চৌধুরী, আবু মনছুর, ইউনিয়ন আ'লীগের সভাপতি হারুন সওদাগর,সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ,উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক, মাহামুদুল হাসান, মুহাম্মদ আলম,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, আজিজ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মুরাদ, সদস্য মো.জমির উদ্দিন৷ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, সহ সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা তাতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, আ'লীগের ফোরকান তালুকদার, ফোরকান সিকদার, মো. নাছির, মো. দেলোয়ার, গাজী মোহাম্মদ এনাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহীন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রণি প্রমুখ।
সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। তবে এদিন সম্মেলন হলেও কমিটি গঠন হয়নি।