

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বীর মুক্তিযোদ্বা নবীর হোসেন তালুকদার এর বড়সন্তান
ও সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর জীবন সদস্য বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মাসুম তালুকদারের বড়ভাই কাতার প্রবাসী কুসুম তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না- লিল্লাহ ওয়ান্নাহ ইলাইহি রাজিওন।
গতকাল শুক্রবার রাতে সরফভাটার মীর আফাজ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে এশার নামাজের পরে
ভাগিনা হাফেজ আবিদ এর ইমামতে কুসুম তালুকদার এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার শেষে ছনাগাজী তালুকদার বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার পূর্বে স্মৃতি চারণ করেন পিতা বীব মুক্তিযোদ্বা নবীর হোসেন তালুকদার, ছনাগাজী তালুকদার পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গিয়াস উদ্দিন,
খালাত ভাই রুবেল তালুকদার,জ্যাঠাতো ভাই তৈয়ব তালুকদার,রফিকুল ইসলাম খোকনসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তার মৃত্যু সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি পরিবারসহ এলাকাবাসী সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শোকবার্তাসহ তার মাগফিরাত কামনা করা হয়।