

রাঙ্গুনিয়ার সমাজসেবা,সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশাপাশি এবার রাউজানে অবস্থিত আমেনা-বশর বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে অবস্থানরত আশ্রয়হীন ও অসহায় পিতা-মাতার মাঝে ইফতার ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ এপ্রিল) বিকালে সোসাইটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আমেনা-বশর বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে অবস্থানরত পিতা- মাতাদের মাঝে ওষুধ বিতরণ এবং ইফতার করেন।
চিকিৎসা সামগ্রী বিতরণ ও ইফতারে পূর্বে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর সভাপতি ডাক্তার আবুল ফজলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সাবেক আহবায়ক কাজী এ এম এম মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, সৈয়দ খাজা আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহসানুল হুদা সাব্বির,সংগঠনের দাতা সদস্য হিরু তালুকদার,জীবন সদস্য মাছুম তালুকদার, দাতা সদস্য মোহাম্মদ ইসমাঈল,নির্বাহী সদস্য সার্জেন্ট শাকিল আহমেদ, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউনুস প্রমূখ।

সভায় বক্তার সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে সুশিক্ষায় শিক্ষিত করার আহবান জানান। সন্তানেরা যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে কোন সন্তানের মা- বাবা বৃদ্ধাশ্রমে থাকতে হবে না।