মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া নতুন বাজার সংলগ্ন ছাপ্পর পাড়াস্থ মরহুম নবীর মিয়ার সন্তান কৃষক মুহাম্মদ কামাল এর প্রায় আড়াই লক্ষ টাকার সমপরিমাণ ৪২ শতক ফসলী জমিনের শীম গাছ শত্রুতার বশত নষ্ট বা কেঁটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১ ডিসেম্বর) বিকালে সরেজমিনে গিলে এ অভিযোগ করেন কৃষক।
তিনি বলেন,গত ২৮ শে নভেম্বর সকালে আমরা স্ব- পরিবার ইউপি নির্বাচনের ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে চলে গেলে দুর্বৃত্তরা এ সুযোগে আমার ফসলী জমিনের সকল শীম গাছ কেঁটে দেয় বলে অভিযোগ করেন।
তিনি আরো জানান, তার একমাত্র পেশা হলো কৃষি কাজ, এ কাজ করে তিনি জীবিকা নির্বাহ করে।বর্গা জমিতে লক্ষ টাকার কিস্তি ও ধার কর্জ নিয়ে তিনি এ চাষ করেন। তিনি এ বিষয়ে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও প্রশাসনকে অবহিত করেছে বলে জানান।
এ সময় তার সন্তান আমির উদ্দীন সবুজ জানান, পাশ্ববর্তী কেউ শক্রতার বশত! তাদের ফসল নষ্ট করেছে! আমাদের ফসলী জমিনের পাশ্ববর্তী অন্য জনের ফসলী শীম গাছের কোন নষ্ট বা ক্ষতি হয়নি।
তিনি আরো বলেন, আমাদের পরিবারের সাথে ইচ্ছাকৃত ভাবে শত্রুতার বশভূত হয়ে এ শত্রুতা শুরু করেছে এর আগেও কয়েকবার তাদের ফসস নষ্ট করে দিয়েছিল,তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবী করেন।
স্থানীয় মেম্বার বাবু ক্যাতুয়াই মামরা সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, হ্যাঁ আমি শুনে পরে ক্ষেত্র পরিদর্শন করি! এবং তদন্তের জন্য কৃষকের পরিবারকে থানায় মামলা করার কথা বলেছি।
পাশ্ববর্তী এলাকাবাসী মুহাম্মদ পারভেজ ও সুষ্ঠু তদন্তে মাধ্যমে প্রকৃতি অপরাধীর শাস্তির দাবি জানান।