মাঠ-ঘাট চৌচির বুক ফাটে পিপাসায
চারিদিকে হা-হুতাশ দিন কাটে হতাশায়
ধু ধু বালুকার চিকচিক, ভাবি তারে জল
মরিচীকার পিছে ঘুরে হারাই নিজ বল।
প্রতারক ধোকাবাজে ভরে গেছে চারিপাশ
দ্রব্যমূল্যে আমজনতার উঠছে নাভিশ্বাস
বার-বার করি বিশ্বাস ভাবি না কে দুষমন
প্রতারিত হয়ে তাই ভাঙ্গে এই সরল মন।
মনে মনে ভাবি এই বুঝি এলো সুসময়
নাহি কাটে অমানিশা নাহি কাটে দুঃসময়
রাতের পর রাত, আসেনা ভোরের আলো
কোথায় তারা যারা ভাবে দেশের ভালো!