

চট্টগ্রামের রাউজান উপজেলাধীন বদুপাড়াস্থ পিংক সিটি-২ হতে পবিত্র কুরবানির পশু গরু ক্রয় করতে যাওয়া রাঙ্গুনিয়ার যুবক পোমরা ইউনিয় যুবসেনার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা শওকত আলীর মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটে।
বুধবার (২১ জুলাই) পোমরা শান্তিরহাটস্থ ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ তথ্য জানান এবং তিনি বলেন, গত রোববার(১৮জুলাই) সন্ধা সাড়ে ছয়টার সময় পশুর বাজারে গিয়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তিনি আরো জানান, আমি গাড়ি নিয়ে প্রবেশ করার সময়, প্রবেশপথে দায়িত্বরত হাসিল উসুলকারী কয়েকজন যুবক বলল!গাড়ী এখানে রাখো!আমরা রয়েছি!আমরা দেখে রাখবো, কোন সমস্যা হবে না! তাদের উপর বিশ্বাস করে আমি গাড়ি রেখে পশুর হাটে চলে যায় । পরে এসে দেখি গাড়ি নেই! আমি তাদের কাছে জানতে চাইলে! তারা বলে, আমরা নাস্তা করতে চলে গিয়েছি। গাড়ি কে বা কারা নিয়ে গেল!আমরা জানি না।

এ বিষয়ে তিনি পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রুকন উদ্দীন ও রাউজান থানা-কে অভিহিত করেন এবং পরে রাউজান থানায় একটি গাড়ি চুরির মামলা করেন বলেও জানান।
পরে তিনি কেউ সন্ধান দিতে পারলে! বা দেখলে নিম্নোক্ত তার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান, মুহাম্মদ শওকত আলী- 01816042958
