চট্টগ্রামের রাউজানে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি ২৩ইং বৃত্তি পরিক্ষায় উত্তীর্ন ১২০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে শহীদ পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর ২৪ইং শনিবার সকাল ১০টায় রাউজান নোয়াপাড়াস্থ একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান পীর আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলার সহ-সমন্বয়ক মোশাররফ হোসেন ।
বৃত্তি পরিচালনা কমিটির উপ-পরিচালক মুহাম্মদ রাশেদ আলী ইমনের সভাপতিত্বে ও সচিব এনামুল হক মুন্না এবং মুহাম্মদ জাবেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহলে সুন্নাত বাংলাদেশ রাউজান দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা আবু মোস্তাক আলকাদেরী,গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ বক্কর সাওদাগর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ কাশেম রেজভী, মোহাম্মদ সায়েম উদ্দিন, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এসএম ইউসুফ,মুহাম্মদ ওয়াসিম আকরাম,মুহাম্মদ রবিউল হোসাইন সুমন,শাহজাদা মকছুদুল আলম শাহ,কাজী মোহাম্মদ কায়েছ উদ্দিন,মোহাম্মদ শওকত আলী, ইমদাদুল হক ইমতিয়াজ, হিরাম উদ্দিন বাবলু,মোজাহিদুল ইসলাম,মোহাম্মদ সাজ্জাদ,আলমগীর শাহ,রিদুয়ানুল হক,আনিসুল মোস্তফা,ফারহান উদ্দীন,আবরার মাহতাব খোকন,ফরহাদ কায়সার মোহাম্মদ শাওন,হাফেজ মহিউদ্দিন,মোহাম্মদ জুবাইদ,আশািকুর রহমান নয়ন,রিদুয়ান,ফোরকান কোরাইশি,মোহাম্মদ নয়ন,মোহাম্মদ আজিজ প্রমুখ।
অনুষ্টান শেষে অতিথিরা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।