

দেলোয়ার হোসাইন!! রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্নস্থানে সরাসরি ও ফোন কলের মাধ্যমে অর্ডারকৃত বিভিন্ন আইটেমের হাতের তৈরি করা কেক পৌঁছে দিচ্ছেন তরুণ নারী উদ্যোক্তা আরিফা। যা একদম ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে থাকে।

আজ শুক্রবার বিকালে চন্দ্রঘোনা ইউনিয়ন ১নং ওয়ার্ডের নারী উদ্যোক্তা আরিফার সাথে স্বাক্ষাৎতে তিনি এ কথা জানান।
তিনি বলেন, Arifa’s Cake Diary, যা গত ২০২২ সালে ২৪ নভেম্বর উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে জন্মদিন,বিবাহ অনুষ্ঠান ও বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে অর্ডারের কেক গুরুত্বসহকারে তৈরি করে সরবরাহ করা হচ্ছে এবং নিদিষ্ট সময়ে পৌঁছে দেওয়া হচ্ছে ।

পছন্দের কেক পেতে অবশ্যই দুই থেকে তিন দিন আগে অর্ডার কনর্ফান করার কথা জানান এবং সরাসরি বা মোবাইলে অর্ডার দেয়ার জন্য ব্যক্তিগত নাম্বার 01603-102667 যোগাযোগ করার অনুরোধ জানান।