চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঘর ও সংযুক্ত একটি দোকান পুড়ে চাই হওয়ার ঘটনা ঘটেছে এবং তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা মহিলা আ’লীগের সহ সভাপতি ও পৌরসভার মহিলা কাউন্সিলর দিলু আকতার।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানা জানান মহিলা কাউন্সিলর দিলু আকতার এবং এ অগ্নিকাণ্ডে দুই পরিবারে প্রায় দশলক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি বলেন, আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইউনিটকে খবর দেয়া হয় এবং আগুনের তাপ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মধ্যে মুহাম্মদ দিদারুল আলম পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর জন হলো কামাল উদ্দীন এর চায়ের দোকান।
এ সময় ক্ষতিগ্রস্ত দিদার এর পরিবার জানান,আমি বৃহস্পতিবার একটা কিস্তি নিয়েছি। কিন্তু সে টাকা বাড়িতে ছিল,আমি পাশের বাড়িতে ছিলাম,আগুনে আমার পরিবারের কোন কিছু বাহির করা সম্ভব হয়নি। আজ আমার পরিবার নিঃস্ব হয়ে গেল।
প্রত্যক্ষদর্শীরা জানায়-আগুনের সূত্রপাত দেখে আমরা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি, কিন্তু আগুনের তাপ বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি।