চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে সৈয়দাবাদ এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবার ও প্রাকৃতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিআইপি কোরবান আলী।
মঙ্গলবার (২৭আগষ্ট) বিকালে উপজেলাস্থ সৈয়দ বাড়ির বাসভবনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী রাঙ্গুনিয় সমিতির ও রেযায়ে মোস্তফা (দ.) প্রবাসী পরিষদের সভাপতি এ রহমান গ্রুপের চেয়ারম্যান কোরবান আলী সিআইপির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির দেশের প্রতিনিধি জবরুত উল্লাহ জয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা গাউছিয়া কমিটির সহ সভাপতি মাওলানা আবদুর রহমান জামী, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন,সহ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী,ওমান প্রতিনিধি নুরুল ইসলাম, সমাজের প্রবীণ মুরব্বি মোহাম্মদ মুহসিন, সেকান্দরসহ মান্যগন্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা আলহাজ্ব কোরবান আলীর বিভিন্ন সময়ে সামাজিক কর্মকান্ডসহ অসহায় মানুষকে সহযোগিতায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।