চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র শোহাদাযে বদরের স্মরণে, ওরছে হযরত মাওলা আলী (রাঃ) ও পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল আজ সোমবার বিকালে পশ্চিম পোমরা মহল্লার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে মেহেমানে আ'লা হিসেবে নসিহত ও দোয়া করেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন ও কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ)।
আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.) স্মৃতি সংসদে সভাপতি ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল গফুর এর সঞ্চালনায় মাহফিলে কুরআন ও সুন্নাহ আলোকে বক্তব্য রাখেন পোমরা গাউছিয়া সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল আলম মাসুদ,পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফজলুল করিম নঈমী, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সহকারী মাওলানা মুহাম্মদ এয়াকুব আলীসহ মাওলানা নুরুল ইসলাম,মাওলানা জাহেদুল আলম কাদেরী,মাওলানা শাহেদুল ইসলাম প্রমূখ।
মাহফিলে উপস্থিত ছিলেন ফজুলুল কাদের, নুর মুহাম্মদ, হাজী জহির আহমদ, হাজী সৈয়দুল আলম, ইন্জিনিয়ার জসিম উদ্দিন, হাজী আবুল কালাম,মুহাম্মদ ফারুক শাহ, রানা স্মৃতি সংসদের আবদুল সত্তার, আবদুল আজিজ, মুহাম্মদ তারেকুর ইসলাম,আবদুল্লাহ আল মামুন, প্রবাসী সদস্য আনোয়ারসহ স্থানীয় এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।