চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ'লীগের উদ্যোগে বিএনপি-জামায়াত জোট কর্তৃক হরতাল- অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ বুধবার (১৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়ার উপজেলা আ'লীগের দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইছাখালীস্থ সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ'লীগের সভাপতি হোসনেয়ারা বেগম ও সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন এর নেতৃত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার, পৌরসভা আ'লীগের সভাপতি আরিফুর ইসলাম,উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক আবু তাহের।
এসময় সমাবেশে বক্তারা রাঙ্গুনিয়ায় বিএনপি- জামায়াতের অপতৎপরতা চালানোর চেষ্টা করা হলে মহিলা নেত্রীবৃন্দ তা মাঠে থেকে প্রতিহতের ঘোষণা দেন। আগামী নির্বাচনেও রাঙ্গুনিয়া থেকে নৌকা প্রতীকে ড. হাছান মাহমুদকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান নেতৃবৃন্দ। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি -জামায়াত হরতাল ও অবরোধসহ সন্ত্রাস- নৈরাজ্য চালাচ্ছে, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করতে রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ'লীগের সাবেক সভাপতি এডভোকেট রেহানা আকতার,পলাশী মুৎসদ্দি, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা নেত্রী এডভোকেট আয়েশা আক্তার, রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ'লীগের সহ সভাপতি দিলু আকতার, সহ সভাপতি কৃষ্ণা চক্রবর্তী, সহ সভাপতি ও পৌরসভা মহিলা আ'লীগের সাধারণ সম্পাদক রুবি বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক আলিয়া আকতার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহানাজ আকতার, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানের মেয়র ইয়াছমিন আকতার,পৌরসভা মহিলা আ'লীগের সভাপতি নুর জাহান আকতার, ছবি আকতারসহ রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা মহিলা আ'লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য৷ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা মহিলা আ'লীগের সহ সভাপতি ও পৌরসভার কাউন্সিলন দিলু আকতার এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।