

রাঙ্গুনিয়ায় বিএনপি ও জামাতের অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে বিশাল মিছিল সহকারে যোগদান করেন রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ’লীগের সহ সভাপতি পৌরসভার কাউন্সিল প্যানেল মেয়র দিলু আকতার।

আজ বুধবার (১৫নভেম্বর)বিকালে উপজেলার আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা নেত্রী দিলু আকতার মিছিল সহকারে যোগদান করেন।
এসময় তিনি রাঙ্গুনিয়ায় বিএনপি- জামায়াতের অপতৎপরতা চালানোর চেষ্টা করা হলে মহিলা নেত্রীবৃন্দ তা মাঠে থেকে প্রতিহতের ঘোষণা দেন। আগামী নির্বাচনেও রাঙ্গুনিয়া থেকে নৌকা প্রতীকে ড. হাছান মাহমুদকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।

তিনি আরো বলেন,দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত হরতাল ও অবরোধ সহ সন্ত্রাস- নৈরাজ্য চালাচ্ছে, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করতে রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মহিলা নেত্রীরা প্রস্তুত রয়েছে বলেও জানান।
