

রাঙ্গুনিয়ায় বেপরোয়া বালু বাণিজ্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিবাদে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকালে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদার, হৃদয় চক্রবর্তী, রতন বিশ্বাস,সজল চক্রবর্ত্তী,মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ হাবিব,সজিত চক্রবর্ত্তী, বিএনপি নেতা মো. ইকবাল, আব্দুল সাত্তার, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শওকত আলী,সহসাংগঠনিক সম্পাদক জুয়েল রানা,উপজেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহসভাপতি রিয়াজ সিকদার, সদস্য মো. নেছারুল প্রমুখ।
বক্তারা বলেন, কদমতলী এলাকা দিয়ে কর্ণফুলী নদীর পাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের জায়গা ও ফসলি জমি অবৈধভাবে দখল করে আওয়ামী লীগের আমলে বেপরোয়া বালু বাণিজ্য করা হয়। রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি দেশের পটপরিবর্তনের পরও এই অবৈধ বালু বাণিজ্য বন্ধ হয়নি। বরং এর সঙ্গে জড়িতরা ভিন্নরূপে আবির্ভাব হয়ে এই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বিএনপির কিছু নেতাও জড়িত হয়েছে। তারা বলেন, বেপরোয়া বালু বাণিজ্যের কারণে স্থানীয় সড়কগুলো বেহাল। স্থানীয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও এতে ভোগান্তির মুখে পড়তে হয়। আমরা আর স্থানীয়রা অবৈধ এই বালু বাণিজ্য হতে দেব না।