

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৯ আগষ্ট) বিকেলে হোসনাবাদ ইউনিয়নে ক্ষতিগ্রস্তস্থান পরিদর্শন শেষে দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার আমির মাওলানা হাসান মুরাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো. নুরুউলাহ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম, লালানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. খোরশেদ আলম, উপজেলা যুব বিভাগের সদস্য সচিব মহিউদ্দিন বাবু, জেলা পূর্বের ছাত্র শিবিরের সহকারী মাদ্রাসা সম্পাদক মীর জুলআছ, উত্তর রাঙ্গুনিয়া শিবির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, রমিজ উদ্দিন, মো. মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ, রোববার সন্ধ্যায় লালানগর পাল পাড়া এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শিক্ষক উজ্জল মালাকার ও আশু মালাকারের ঘর পুড়ে যায়।