

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আন্জুমানে আসাদিয়া নুরীয়া শাহেবীয়া মরিয়মনগর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও গাউসুল আযম বড়পীর হযরত আবদুল কাদের(ক.)ফাতেহায়ে এয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ ও সেমা মাহফিল সোমবার( ৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।
আন্জুমানে আসাদিয়া নুরীয়া শাহেবীয়া মরিয়মনগর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুবিন উদ্দিন এর সঞ্চালনায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী আহলে দরবার শরীফের শাহাজাদা পীরে তরিকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (ম.জি. আ)।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আন্জুমানে আসাদিয়া নুরীয়া শাহেবীয়া রাঙ্গুনিয়া শাখার সভাপতি জসিম উদ্দিন মুন্সি,সাধারণ সম্পাদক
মোহাম্মদ হাসান,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,সরফভাটা হজরত নেছার উল্লাহ জামে মসজিদের খতিব নবীর হোসেন নঈমী, কাজী ছালেহ আহমদ সুন্নীয়া মাদরাসার সহ সুপার মাওলানা কাজী রাহাতুল মোস্তফা কাদেরী,মরিয়ম নগর ইউনিয়ন শাখার সদস্য নাছের,রেজাউল করিম,আবদুল লতিফ,সোহেল,নঈম উদ্দীন প্রমূখ।