চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় আবুধাবি বিএনপির সভাপতি ও সরফভাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন তালুকদার এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সরফভাটা ক্ষেত্রবাজার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাপ্তাই সড়ক ও সরফভাটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাঝে শেষ হয়।
সরফভাটা ইউনিয়ন যুবদলের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য উ উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইস্কান্দার মির্জা, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ এর সভাপতি আহমদ ছাপা, সরফভাটা ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ওমর ফারুক, সরফভাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সরফভাটা নেজাম উদ্দিন, মোহাম্মদ পাভেল, এরশাদ,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাসেল,যুবদল নেতা লিয়াকত আলী, মোহাম্মদ হোসেন, সরফভাটা ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আরজু, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ তারেক, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওসমান, সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মান্নান, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম,১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সরফভাটা ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।