চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প মাল্য অর্পণ করেন পোমরা ইউনিয়ন আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড আ'লীগের সভাপতি আবু তাহের মেম্বার।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১২.১ মিনিটে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে শ্রদ্ধা নিবেদন আগে পোমরা শান্তিরহাট এবাদতখানার জামে মসজিদ প্রাঙ্গণে হতে উপজেলা ও ইউনিয়ন আ'লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মিছিল সহকারে শহীদ মিনারস্থ পৌঁছে আবু তাহের মেম্বার। এছাড়াও আ'লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সদস্য ওসমান গনি চৌধুরী,সদস্য জাহেদুল ইসলাম,আ'লীগের নেতা কাজী জসিম, পোমরা ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন,উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মুফিজুর রহমান খান, পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দীন, সাধারণ সম্পাদক আসিফুর করিম সাব্বু, উপজেলা যুবলীগের নেতা রাশেদ চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন অপু,শান্তির হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ সভাপতি আবু আহমদ, সিএনজি সমিতির সভাপতি আবদুল লতিফসহ উপজেলা ও ইউনিয়ন আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।