চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের নিবাসী কোদালা ইউনিয়ন বিএনপির নেতা মরহুম আমিন উল্লাহ স্মরণে প্রথমবারের মতো মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিবারাত্রি মিনিবার উন্মুক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) রাতে কোদালা রায়খালী মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।
কোদালা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. সামশুল আলমের সভাপতিত্বে ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, প্রধান বক্তা ছিলেন কোদালা ইউনিয়ন বিএনপির সদস্য নুরুল ইসলাম বটন, স্বাগত বক্তব্য রাখেন মরহুম আমান উল্লাহ এর ছোট ভাই আশরাফ উল্লাহ।
কোদালা ইউনিয়ন যুবদলের আহবায়ক সেলিম ডালিমের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক,কোদালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মোস্তফা,দক্ষিম রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি,উপজেলা যুবদলের যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী,বিএনপি নেতা আব্দুস সালাম,কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. এনাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এনাম উল্লাহসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন শিলক ফকিরাঘাট ফুটবল একাদশ ও পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময় অর্থাৎ প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়াই। ট্রাইব্রেকারে শিলক ফকিরাঘাট ফুটবল একাদশ ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশ।
অধ্যাপক কুতুব উদ্দিন বাহার খেলার মাঠ আসলে জাতীয়তাবাদী ঐক্য সংস্থা সভাপতি নাছির আরমান ও সাধারণ সম্পাদক মো. এনাম এর নেতৃত্বে মিছিল সহকারে আসে এবং ফুল দিয়ে বরণ করে নেন অতিথিকে। এছাড়াও অধ্যাপক কুতুব উদ্দিন বাহার কোদালায় প্রবেশ করলে বিএনপি,যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফাইনাল খেলায় প্রবেশ করেন।