চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ইছাখালী মুহাম্মদপুর একতা সংঘের আয়োজনে প্রথমবারের মতো আরাফাত রহমান কোকো'র স্মরণে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ৩ জানুয়ারি)রাতে মুহাম্মদপুর গ্যাস পাম্পের পিছনে মাঠ প্রাঙ্গণে খেলার শুভ উদ্বোধন করা হয়।
ওয়ার্ড বিএনপির নেতা মুহাম্মদ শফি এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি'র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন এর সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ শরীফ।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু হাসান চৌধুরী আকবর, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা,যুগ্ম আহবায়ক সাহেদুল ইসলাম ইফাক,পৌরসভা ৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য সচিব মোহাম্মদ মোরশেদ, মুহাম্মদপুর সমাজ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ প্রমূখ।
এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতা আবুল হোসেন বাঁচা, আনোয়ার সওদাগর, ফজৰুল করিম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ ইমাম ইসমাইল সওদাগর, শিমুল সওদাগর, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রহমত, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সাইফু, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সাদ্দাম, প্রবাসী মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সারেক, সিহাব উদ্দিন, মোহাম্মদ সুজন, বাদশা, মোহাম্মদ মিরাজ প্রমূখ।
রেফারি মানিক পরিচালনায় উদ্বোধনী প্রথম খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দিতা করেন ইয়াং স্টার ফুটবল একাদশ বনাম গুডমর্নিং ফুটবল একাদশ উক্ত খেলায় ইয়াং স্টার ফুটবল একাদশকে ড্রাইভারগারে পরাজিত করে বিজয়ী হয় গুডমর্নিং ফুটবল একাদশ।