চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার(২৫ জুলাই) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী স্মৃতি সংসদ ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস দিলোয়ারা ইউসুফ এমপি, স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আসলাম খান।
পৌরসভা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সেলিম ও আবু তাহের এর যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব জহির আহমেদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই আলহাজ্ব খালেদ মাহমুদ,রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার,চট্টগ্রাম উত্তর জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুর রউফ,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, সদস্য কামরুল ইসলাম চৌধুরী, সদস্য আকতার হোসেন খাঁন,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি
আবদুল মুনাফ সিকদার, সাধারণ সম্পাদক ইন্জি. শামসুল আলম তালুকদার,রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান আলহাজ্ব নুর উল্লাহ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিন বাদশা,আলহাজ্ব এমরুল করিম রাশেদ, হালিম আবদুল্লাহ,রাসেল চৌধুরী, তারেকুল ইসলাম চৌধুরী, দিলুয়ারা বেগম,উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার , ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু,সাধারণ সম্পাদক আলী শাহ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াছমিনসহ আহমদ আলী নঈমী,মাস্টার মুসলিম উদ্দিন, সাজ্জাদুল ইসলাম খোকন, মোহাম্মদ আলমগীর প্রমূখ।
স্মরণ সভার শেষে মরহুম আলহাজ্ব খলিলুর রহমান এর মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা আইয়ুব নুরী ফরহাদাবাদী।