চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সামাজিক, সেচ্ছাসেবী ও মানবিক দাতব্য প্রতিষ্ঠান আলহাজ্ব মনির আহাম্মদ বিএসসি স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে নাহার গ্রুপের পক্ষ থেকে সরফভাটা ইউনিয়নের পাঁচশো অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪জানুয়ারি)বিকালে সরফভাটার আলহাজ্ব মনির আহাম্মদ বিএসসি এর বাসভবনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দিদারুল আলম হাসান,প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এন.এন. কে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম সমিতির সভাপতি আলহাজ্ব খালেদ মাহমুদ।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম, মুজিবুল ইসলাম সরফী,বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীবসহ আবদুর সবুর রাজু, খোরশেদ আলম সুজন,জমির উদ্দীন,কামাল উদ্দীন,জাহাঙ্গীর আলম মাষ্টার, নুরুল ইসলাম তালুকতার,মোহাম্মদ আলী সওদাগর, মাহাবুব আলম মেম্বার, আনোয়ার হোসেন ,মোহাম্মদ হাসান,জাহাঙ্গীর আলম মেম্বার,নাজের মেম্বার,কবির আহমদ, কুসুম তালুকদার, মুহাম্মদ ইসমাইল,মোহাম্মদ মুছা, ইয়াকুব তালুকদার,মোহাম্মদ ইলিয়াছ,
সরফভাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিন উদ্দীর মহির,সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকেরুল ইসলাম সাগরসহ মোহাম্মদ আবছার, মো. সোহেল,আনোয়ার, জয় রাজ, মো. রাসেল, মো. আজিজ, মো. মিন্টু, মো.সোবাহান, সাহেদুল ইসলাম, মো. আজগর, মো. টিপু, মো. হাকিম, মো. সাকিব প্রমুখ।
এসময় বক্তারা আলহাজ্ব মনির আহমদ বিএসসি ফাউন্ডেশন সরফভাটার গরীব, দুখী অসহায়দের পাশে সবসময় থাকে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান সংশ্লিষ্টরা। শেষে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।