চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়ম নগর ইউনিয়ন আ'লীগের আয়োজনে সংগ্রাম ও অর্জনে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আ'লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান শুক্রবার (২৪ জুন) সন্ধায় ইউনিয়ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মরিয়মনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি সাজ্জাদুর ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক হিরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ও উপস্থিত ছিলেন মরিয়ম নগর ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি এনামুল করিম সিকদার,প্রচার সম্পাদক কায়সার আলী, সহ দপ্তর সম্পাদক নুরুন্নবী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ভুট্ট, সিনিয়র সদস্য মন্জুর কাদের, সদস্য মুহাম্মদ হাসান,আজাদ উদ্দিন,ওয়ার্ড আ'লীগের সভাপতি আবু ছালেহ, মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ সেলিম, শামসুল আলম,
ওসমান গনি, সাধারণ সম্পাদক মনোয়ার করিম সিকদার, মুবিনুল হক রেদু, সাহাল উদ্দিন, রবিউল হোসেন, শওকত আলী, কাজী আলম মেম্বার,যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশা,মরিয়ম নগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক তানবীর হোসেন,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দরা।
এছাড়াও রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মোহাম্মদ ইকবাল হোসেনকে মরিয়ম নগর ইউনিয়ন আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্ড আ'লীগের পক্ষে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।