

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী (রহ.)কে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও প্রিয় নবী হযরত মুহাম্মদ(দ.) শানে অবমাননাকর কটুক্তিকারী নাস্তিক ব্লগার আসাদ নুরের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫আগষ্ট) বিকালে মরিয়মনগর চৌমুহনীস্থ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা, মরিয়মনগর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্বে করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মরিয়ম নগর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার শাহ শাওন।
বাংলাদেশ ইসলামী যুবসেনা, নগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, মরিয়ম নগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইরিয়াছ আহমদ নঈমী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক যুবনেতা আবদুস শাকুর।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা করিম উদ্দিন হাছান,সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি আজিম উদ্দিন আহমেদ জনি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মরিয়ম নগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারুন ফারুক নঈমী,কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সদস্য রবিউল মোস্তফা রাফি,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মরিয়ম নগর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ জামাল উদ্দীন,ছাত্রসেনার সভাপতি রিয়াজুর ইসরাম রাকিব প্রমূখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা, রাঙ্গুনিয়া উপজেলা ও মরিয়ম নগর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ মরিয়ম নগর ইউনিয়ন গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মানববন্ধন শুরুতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ মরিয়ম নগর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ মিছিল সহকারে মানববন্ধন স্থলে যোগদান করেন।
এসময় বক্তার শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.) এর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এবং নবী করিম (দ.) শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যকারী নাস্তিক ব্লগার আসাদ নুরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।