![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000099773-1024x576.jpg)
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরের ধর্মীয়,সামাজিক,সেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারি) বিকালে মুরাদনগর পশ্চিম পাড়া সংলগ্ন মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলার চ্যাম্পিয়ন হন পাহাড়তলী চ্যালেন্জার ক্রিকেট একাদশ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000099821-1024x454.jpg)
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াকুব রানার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম,উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আহবায়ক নাহিদ আল মামুন খাঁন। খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহেদ, ছাত্রদল নেতা মোহাম্মদ জনি, যুবদল নেতা নুরুল আলম বাসু, মোহাম্মদ সৈকত, ছাত্রদলের নেতা মোহাম্মদ সিফাত,রাঙ্গুনিয়া সরকারি কলেজ, ছাত্রদল এর যুগ্ম আহবায়ক ইরফান উদ্দিনসহ খেলার আয়োজক কমিটির সদস্যরা। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পাহাড়তলী চ্যালেন্জার ক্রিকেট একাদশ বনাম রাস স্কোয়াড ক্রিকেট একাদশ, ট্রসে জিতে রাস স্কোয়াড ক্রিকেট একাদশ ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ২৬ সংগ্রহ করে ২৭ রানের টার্গেট ছুড়ে দেন,পরে পাহাড়তলী চ্যালেন্জার ক্রিকেট ২ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করে চ্যাম্পিযন হয়। পরে অতিথিরা চ্যাম্পিযন ও রানাস আপ ট্রফি তুলে দেন অতিথিরা।