গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে সর্বস্থরের সুন্নী জনতার উপস্থিতিতে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত জুলুসে ছদারাত ও নেতৃত্ব দেন সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন ও কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জমা‘আত বাংলাদেশ’র মহাসচিব পীরে তরিকত আল্লামা শাহ ছুফি সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ.)।
জুলুসটি উপজেলার পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের পোমরা খাঁ মসজিদ, শান্তিরহাট বাজার,গোচরা চৌমুহনী বাজার, কর্ণফুলী জুট মিলস এলাকা পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহির আহমদ চৌধুরী,কেন্দ্রীয় গাউছিয়া যুব সমিতির চেয়ারম্যান শাহজাদা আল্লামা সৈয়দ তাওছিফুল হুদা (মা.জি.আ), আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমীন, গাউছিয়া সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ও জুলুস উদযাপন পরিষদের আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জরিপ আলী আরমানি, বর্তমান অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী,পোমরা ইউনিয়ন গাউছিয়া সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল আলম মাসুদসহ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এয়াকুব আলী, মাওলানা আবু জাফর প্রমূখ।
এর আগে সকাল ৮টা থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গাউসিয়া সমিতি ও যুব সমিতি কর্মীসহ বিভিন্ন সুন্নী সংগঠনের নেতৃবৃন্দরা পোমরা বুড়ির দোকান এলাকায় মিছিল সহকারে সমবেত হতে থাকেন। দশটার দিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুলুসটি শুরু করা হয়। জুলুসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, গাউসিয়া সমিতির পতাকা,বিভিন্ন আহবান সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন ছিলো। জুলুসে সৈয়দ বাড়ি দরবার শরীফের আশেক ভক্তবৃন্দ ও সর্বস্তরের সহস্রাধিক সুন্নী জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন রজভী,জুলুস প্রস্তুতি কমিটির সদস্য সচিব ছাবের আহমদ,ইউনিয়ন ও ওয়ার্ড আ'লীগের নেতা আবু তাহের মেম্বার,এম. এ খালেক সাব্বু, শাখাওয়াত হোসেন,আনোয়ার আজিজ,শফিউল আলম,রফিকুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি, ইকবাল হোসাইন সাদ্দাম,রাঙ্গুনিয়া গাউছিয়া সমিতির সহ সভাপতি মাওলানা আবদুল মান্নান হারুনী,সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,পোমরা গাউছিয়া সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পোমরা গাউছিয়া যুব সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল গফুরসহ গাউছিয়া সমিতি, গাউছিয়া যুব সমিতির কেন্দ্রীয়,জেলা, উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।