

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী ও ডাক্তারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শুক্রবার (৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী ও ডাক্তারদের হাতে ইফতার তুলে দেন আল উম্মাহ ফাউন্ডেশন চেয়ারম্যান ও নেতৃবৃন্দরা।

এ সময় আল উম্মাহ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও পরিচালক মুফতি দিলদার বিন কাসেম বলেন-আল উম্মাহ ফাউন্ডেশনের মাধ্যম ধর্মীয়,সামাজিক,শিক্ষনীয়, মানবিক কাজ সহ নানান ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী ও ডাক্তারদের মাঝে ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতে আল উম্মাহ ফাউন্ডেশনের মাধ্যমে আরো অনেক ভালো কাজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ্।
