চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত, রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে ওলামা মশায়েখ সম্মেলন শনিবার (১৪ ডিসেম্বর) মরিয়ম নগর চৌমুহনীস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামা'আত রাঙ্গুনিয়ার সমন্বয়ক পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ'র সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সমন্বয়ক শাহজাদা সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী,নিদিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণমূলক অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর বরেণ্য ব্যক্তিত্ব শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী,আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী,শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারী (মা,জি,আ)।
এসময় বক্তারক আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সর্বস্থরের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আগামী দিনে সুন্নীয়তের কার্যক্রমকে ত্বরান্বিত করতে ব্যক্তি পর্যায়ে ভূমিকা রাখার আহবান জানান।
সমন্বয়ক মুহাম্মদ করিম উদ্দীন হাছান ও মুফতি সাইফুল ইসলাম কাদেরীর যৌথ সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের রাঙ্গুনিয়ার সমন্বয়ক অধ্যক্ষ ড.নাছির উদীন তৈয়বী,অধ্যক্ষ মারফতুন্নুর আল কাদেরী,অধ্যক্ষ আল্লামা জরিপ আলী আরমান, মাওলানা হাফেজ আব্দুর রহমান জামী,আল্লামা নজমুল হোসাইন নঈমী,মাওলানা আব্দুল হামিদ নঈমী,অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী,আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের নঈমী,আলহাজ্ব মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, আলহাজ্ব মাওলানা আবুল মোকাররম নঈমী, আলহাজ্ব মাওলানা ইউসুফ আল কাদেরী, অধ্যক্ষ নাসির উদ্দীন নেছারী, মুহাম্মদ আকতার হোসাইন, এইচ এম শহীদুল্লাহ্, মাহামুদুর রশিদ মাসুদ প্রমুখ।