ইসলামী ও আধুনিক শিকার সমন্বয়ে আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় ইক্বরা তাহফিজুল কুরআন ও নুরানী একাডেমির অভিভাবক,গুণীজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) সকালে চন্দ্রঘোনা লিচু বাগানের আলম কমপ্লেক্সেের চতুর্থ তলায় নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা আবু বক্কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদরাসার প্রধান পরিচালক মাওলানা নিজামুদ্দিন,প্রধান বক্তা ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস আজগর।
সহকারী পরিচালক মাওলানা মুহসিন এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রহমতুল্লাহ শাহীন, প্রতিষ্ঠান এর মালিক মোরশেদ আলম সহ মাওলানা আবদুল হামিদ, মাওলানা নুরুল আজিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুল হাকিম,মাওলানা হাফেজ তসলিম , মাওলানা সিরাজসহ অভিভাবক উপস্থিত ছিলেন। ।