

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত “মোমবাতি” প্রতীকে পদপ্রার্থী এডভোকেট ইকবাল হাছান এর সমর্থনে মহিলা সমাবেশ বুধবার(২৬ডিসেম্বর)বিকালে প্রার্থীর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া -বোয়ালখালী আংশিক)সংসদীয় আসনের ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রার্থী ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইকবাল হাছান, সম্মানিত বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।

উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাওন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব মাহমুদুর রশিদ মাসুদ,উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি করিম উদ্দিন হাছান, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের,চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি আজিম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবসেনার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম. শহীদুল্লাহ্, ছাত্রসেনা উত্তর, দক্ষিণ ও মধ্যম এর সভাপতি ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শাহে ইমরান রনি, রবিউল মোস্তফা রাফি, আবদুল রশিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।