চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,পোমরা ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলনে মাওলানা এস. এম. আবদুল কাদেরকে সভাপতি, মাস্টার মোজাহেদুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মাওলানা শওকত আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর ) রাতে পোমরা ইউনিয়ন পরিষদের হল রুমে প্রতিনিধি সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়।
পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, পোমরা ইউনিয়ন শাখার সভাপতি ড. মুহাম্মদ হাবিবুর রহমান, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলা শাখার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী, প্রধান কাউন্সিল ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাহউদ্দিন নেজামী।
প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ,মাওলানা ক্বারী হাসান, মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ বেলাল উদ্দিন,জাহাঙ্গীর আলমসহ পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার নেতাকর্মী উপস্থিত ছিলেন।